

আসলে আয়নাতে সে দেখতে পায় একটা শেয়ালের চেহারা। সে বুঝেই উঠতে পারেনা যে এটা কি করে সম্ভব। রাতুল নানা ভাবে নিজের চেহারাটা এদিক সেদিক করে ঘোরাতে থাকে, তবু দেখতে পায় যে শেয়ালটা যেন তার দিকে তাকিয়েই মিচমিচ করে হাসছে। সে খুব ভয় পেয়ে বলতে থাকে, “এইটা কি, আয়নার ভিতর এইটা কি”।
চমৎকার শিক্ষনীয় একটা গল্প।