
ক্লাস ফোরে পড়া রাতুল খুবই দুরন্ত আর দুষ্টু। সারাক্ষণই সে কিছু না কিছু দুষ্টুমিতে ব্যাস্ত। সকালে তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠাতে পাঠাতেই তার মা রাশেদা একেবারে ক্লান্ত হয়ে যান। রাশেদা বেগম প্রায়ই রাতুলের বাবা লতিফ সাহেবের দিকে তাকিয়ে ভাবেন এই মানুষটাও কি ছেলেবেলায় তার ছেলে রাতুলের মত এমন দুষ্টু ছিলেন? যদি না থাকতেন তবে তাদের ছোট্ট রাতুল এমন ভয়ংকর রকমের দুষ্টু হল কি করে।
অনেক ভালো লাগলো।