কবিতার ছন্দে লেখা রক্তলাল চোখের আয়না নামক ভৌতিক অণুগল্পে রুহি নামক এক মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা ফুটে উঠেছে। রুহির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাকে রুহি মনের ভুল ভেবে এড়িয়ে গেলেও আদৌও কি সেটা তার মনের ভুল ছিল? নাকি রুহির অজান্তেই রুহির জীবনে আসতে চলেছে ভয়ানক কোন বিপদ!! ভৌতিক এই অভিজ্ঞতা কি তবে তারই ছোট্ট ইঙ্গিত????
0 Comments