প্রিয় বাসন্তীফুল! ফজরের আজানের স্পর্শে যে বাতাস ছুঁয়ে গেলো আপনার এলোমেলো চুল, সেই চুলগুলো খোঁপায় না বেঁধে মাঝেমধ্যে ছেড়ে দেবেন। আপনার সাথে দেখা হলে সুরাহ ফাতিহা পড়ে ফুঁ দিয়ে দিব আপনার এলোমেলো চুলে। যেন বাতাসে যতবার চুলগুলো নড়ে উঠবে ততবারই যেন মনে পড়ে আমাকে আপনার।আপনাকে আমি সুরাহ ফাতিহা মুখস্থের মতো ভুলে যাবো না কখনো।
0 Comments