( জীবন )
জীবন বড় বিচিত্র। প্রসঙ্গত মনের মাঝে প্রশ্ন আসে জীবন কি আর কেন ?
এমন প্রশ্ন মানব মনে কতনা ঘুরপাক খায়।
আনন্দের সময় জীবনের ভিন্ন ভিন্ন আঙ্গিকের প্রশ্ন খুব বেশি মূখ্য হয়ে উঠে না তবে, বেদনার সময় জীবনের স্থিতিশীলতাসহ নানান দিক নিয়ে সন্দেহমূলক প্রশ্ন মনে উঁকি দেয়।
জীবন যেন বহমান নদীর বুকে বিচিত্র এক আকাশ! যে আকাশে ঘনকালো মেঘ হয়ে কখনো দু:খ আসে, কখনো ঘটে শুভ্রসৌন্দর্যে রঙধনুর মত শত রঙ-বেরঙের আনন্দের প্রতিফলন।
দু ফোটা বেদনা,
কয়েক তোলা হাসি।
জীবন সংগ্রামে আহা!
জীবন ভালোবাসি।
ওহে জীবন,
তোমার দু:খে লাগে দু:খী
তোমার সুখে সুখী!
জীবন রে তোকে বড় ভালবাসি।
রচনা : ১৭ ডিসেম্বর, ২০২৪ ঈসায়ী।
রচনাকাল : বিকেল ৩ টা।
0 Comments