
“আব্বু, আব্বু, মামণি যেন কেমন করছে। তুমি ওঠোনা তাড়াতাড়ি আব্বু।” ওয়াহেদ সাহেব ধড়মড় করে ঘুম থেকে উঠলেন। ঘড়িতে তাকিয়ে দেখলেন ভোর ৬:৩০ বাজে। পাশে দেখেন সুমি মাতৃত্বের যন্ত্রণায় ছটফট করছে। চার বছরের ছোট্ট বিজয় মায়ের দিকে তাকিয়ে থর থর করে কাঁপছে। ছোট ছোট হাতে মাকে ধরে হয়তো স্বান্তনা দেবার চেষ্টা করছে। ওয়াহেদ সাহেব বুঝলেন সুমিকে ক্লিনিকে ভর্তি না করিয়ে বিশাল একটা ভুল করে ফেলেছেন। শেষ দিকে যেকোনো সময় পানি ভাঙতে পারে সেকথা তো তিনি জানতেনই। তাহলে এতবড় ভুল তিনি কিভাবে করলেন।
Nice story,I really enjoy it