রাত বারোটার ঠিক আগে আমি প্রতিদিনের মতো দরজা–জানালা ভালো করে বন্ধ করে দিলাম। আমার শোয়ার রুমটা বাড়ির সবচেয়ে নিরিবিলি কোণে—ডানদিকে পুরনো আমগাছ, আর জানালার ওপারে অন্ধকারে ডুবে থাকা ফাঁকা উঠোন। বাইরে শুধু জোনাকিরা ঘুরে বেড়ায়, আর ভেতরে একটুও বাতাস ঢোকে না। এমন রুমে কেউ ঢুকবে, তা ভাবাই যায় না।কিন্তু গত বারো দিন ধরে প্রতিটি সকালে বালিশের নিচে একটা করে রঙিন কাগজে লেখা অচেনা চিঠি পাই। কখনো নীল, কখনো গোলাপি, কখনো হালকা সবুজ। প্রতিটা চিঠির লেখাই একই—“আমি তোমাকে দেখি।”
0 Comments