না... উচিত হয়নি...এত রাতে একা একা বের হওয়া উচিত হয়নি।কেন যে আরহামের সাথে ঝগড়া করে বার বার...এখন নিজের উপরই রাগ হচ্ছে...এই বৃষ্টিতে এই সুনসান রাস্তায় খুব ভয় করছে...গাড়িটাও এত জোরে চলছে যে মেজাজ গরম হচ্ছে...স্পীডও কমাতে পারছে না...এখন কি হবে?রাত একটা।আরহাম মনের সুখে মোবাইল টিপছে। হঠাৎ দরজা খোলার শব্দ...এসেছো?রাগ কমলো তাহলে...প্রতিবার একই ঘটনা... তুমি যেখানেই যাও তপস্যা... তোমার প্রত্যাবর্তন আমার দিকে।নাও শুয়ে পড়ো... বরাবরের মতো বাইরে যখন গিয়েছো তখন নিশ্চয়ই খেয়ে এসেছো...অনেক রাত হয়েছে...গুড নাইট।রাত তিনটা। মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেলো আরহামের...হ্যালো...এটা কি ১৪/২ ধানমন্ডি দুইজ্বী...কে বলছেন...আমি ইন্সপেক্টর তামিম।এখানে তপস্যা হোসেনের একটা আইডি পাওয়া গেছে।সাথে এই ঠিকানাটা... ধানমন্ডি সাতাশে একটা আ্যক্সিডেন্ট হয়েছে...একটা ডেড বডি পাওয়া গেছে...আমরা ধারণা করছি বডিটা...কথা শেষ না হতেই আরহাম পাশ ফিরে তাকালো...ত...প...স্যা...হ্যা...আমি... তুমিই তো বলেছিলে আমার প্রত্যাবর্তন তোমার দিকে...সাথে পৈশাচিক হাসি....
Nice