এত লাইট মেকআপ কেন?ম্যাম আজকের ড্রেসে লাইট মেকআপটা ভালো লাগবে...আমি বাংলাদেশের নামকরা মডেল রাইসা আহমেদ।আমি করবো লাইট মেকআপ... প্রশ্নই উঠে না...কিন্তু ম্যাম...কোনো কিন্তু নয়। আমার লাউড মেকআপ চাই...আজ এত দেরী হয়ে গেলো...এই রেম্প ওয়ার্ক, ফটোশুটে এত টাইম লাগলো... এদিকে দশটা বেজে যাচ্ছে...কি হবে?আজ ম্যাম এর সাথে একটা বিহিত করতেই হবে। সবসময় বকাঝকা ভালো লাগে না।রাইসা আহমেদ যদি টপকরা মডেল হয় তবে সেও নামকরা মেকআপ আর্টিস্ট হেনা। মেকআপ সম্পর্কে তার নলেজ বেশী।ম্যাম এর মেকআপ রুমটা...ও হ্যা এইদিকে...ম্যাম...এই রুমে এত অন্ধকার কেন?ঘড়িতে কাঁটায় কাঁটায় দশটা...ম্যাম... আপনি কি এখানে...লাইটটা অন করতেই চিৎকার করলো হেনা...এ কাকে দেখছে সে... কঙ্কালসার চেহারা চোখের মণি নেই...এটা কে?আমাকে চিনতে পারছিস না... আমি রাইসা...আপনার চে..হা..রা...এটাই আমার আসল রূপ হেনা। আমি তো অনেক আগেই মরে গছি। আমার হাজবেন্ড আমাকে মেরে ফেললো। আমার কি দোষ ছিলো?ও আমাকে হিংসে করতো...অবশ্য আমিও ওকে নিজ হাতে শাস্তি দিয়েছি... কিন্তু এই গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে যেতে পারিনি?কেন যাবো...এটাই তো আমার দুনিয়া...সবই ঠিক থাকে... কিন্তু রাত দশটা বাজলেই আমি এরকম...উফ! আমি সহ্য করতে পারি না...আজ তুই আমার আসল রূপ দেখে ফেলেছিস...তাই তোকে...কি.... কাঁপতে কাঁপতে বললো হেনা...তুই অনেক ভালো একটা মেয়ে...বাট আই এম সরি...আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? লাইট গুলো জ্বলছে নিভছে কেন...কি হ...চ্ছে...এ...স...ব...এক সপ্তাহ পর পুলিশ \"কিয়ারা ফ্যাশন হাউস\"এর বেসমেন্ট থেকে হেনার পচা গলিত লাশ উদ্ধার করে।কে বা কারা খুন করেছে পুলিশ এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি।তবে তদন্ত চলছে।আর রাইসা...সে ব্যস্ত তার জগতে...এই নিশ্চুপ রাত ছাড়া আর কেউ নেই তার ভয়ংকর সত্য সম্পর্কে অবগত।
Just Wow