

আমি তখন সদ্য শহর থেকে গ্রামে ফিরেছি। বাবা মারা যাওয়ার পর বাড়িটা অনেকদিন ফাঁকা ছিল। পুরনো দোতলা মাটির ঘর, চারপাশে তালগাছ, মাঝখানে একটা শুকনো পুকুর। সন্ধ্যা নামলেই পাড়ার কেউ ওদিক দিয়ে হাঁটে না।প্রথম দিন রাতেই অদ্ভুত কিছু লক্ষ করলাম। আমার ঘরের দরজার নিচ দিয়ে কারও ছায়া পড়ে—একটা লম্বা, চিকন ছায়া। কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই। ভেবেছিলাম হয়তো ভুল দেখছি।দ্বিতীয় রাতে জানালার কাঁচে টোকা পড়ল—টিক, টিক। বাইরে তাকাতেই দেখি এক কালো অবয়ব, মাটির ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা নেই! কেবল কোমর পর্যন্ত গাঢ় ধোঁয়ার মতো দেহ, আর মুখে এক মৃদু হাসি।
0 Comments