একটু আগেও তো পাখির ডাক শোনা যাচ্ছিলো...হ্যা... একটু আগেই তো সন্ধ্যা হলো... ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলো তানিন। আশ্চর্য!এত তাড়াতাড়ি দশটা বেজে গেলো... সময় এত দ্রুত কিভাবে গেলো...না... ঝোঁকের বশে জঙ্গলের এত গভীরে আসা উচিত হয়নি... কিন্তু কি করবে সে... একবার ফটো তোলার নেশা জাগলে কি যে হয় তার... সবকিছু ভুলে যায় সে...হঠাৎ নুপূরের শব্দ... কেউ হেঁটে যাচ্ছে মনে হচ্ছে...এত রাতে এই জঙ্গলে কে হাঁটবে?নুপূরের শব্দ অনুসরণ করতে লাগলো সে...দেখলো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে...লম্বা খোলা চুল...কি সুন্দর মায়াবী মুখ...এত সুন্দর মানুষ হয় নাকি এই জগতে...এসো...এসো আমার সাথে...কি মিষ্টি তার গলা...কে?কে তুমি...চলো আমার সাথে...তানিন মন্ত্রমুগ্ধের মত মেয়েটির পিছু পিছু চলতে লাগলো... এই সময়, এই জগত সব ভুলে যাচ্ছে সে...কি এক রহস্যে সে অবরুদ্ধ হয়ে পড়েছে জানে না তানিন...এ এক ধুম্রজাল...নাকি কোনো মায়াজাল...নাকি বাস্তব আর কল্পনার ধোঁয়াশা?এক বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে তানিন। জঙ্গলে এত সুন্দর বাড়িও থাকতে পারে...বাহ! চমৎকার...চেয়ারম্যান ম্যান সাব...কি হয়েছে কি...শহর থেইক্যা যে সাব আইছে...সে তো ফেরে নাই...মানে...মাইনে...আমি তার ঘরে গেছিলাম...ঘরে তো তালা দেওয়া...বলিস কি রে মতি... তুই ঠিক দেখেছিস তো?হ... চেয়ারম্যান সাব...হাছা কথা...চেয়ারম্যান সাহেব দলবল নিয়ে জঙ্গলের দিকে গেলো...ছায়াবীথি গ্রামটা ছোট কিন্তু জঙ্গলটা একটু বেশিই গভীর...হঠাৎ তার চোখে পড়লো... কেউ ঝোপঝাড়ের পাশে বসে আসে...এই যে ফটোগ্রাফার বাবু...এত রাতে আপনি এখানে কি করেন... চেয়ারম্যান বেশ গম্ভীর গলায় বললেন...এক মেয়েকে এখানে দেখলাম... সে আমাকে এক বাড়ির দিকে নিয়ে গেলো...তারপর দেখি আমি এখানে... কিছু বুঝতে পারছি না...এত কিছু বোঝার দরকার নেই ফটোগ্রাফার বাবু...এটা গ্রাম... আপনাদের শহর না... এখানকার সবকিছু বিশ্বাস করতে নেই...মানে?মানে... সবকিছু এত জানতে নেই... কিছু কিছু জিনিস অজানা থাক সেটাই সবার জন্য ভালো.... চলুন... ফটোগ্রাফার বাবু আপনাকে আপনার গেস্ট হাউসে পৌঁছে দিই...না...ওই বাড়িতে আমি যাবো...ওই মেয়ে কে আমাকে জানতেই হবে...এ কথা বলে তানিন জঙ্গলের ভেতরে চলে গেলো...আরে শুনুন... ফটোগ্রাফার বাবু...চেয়ারম্যান সাহেব ও তার দলবল তানিনের পিছু পিছু চলতে লাগলো...অনেকক্ষণ হাঁটার পর এই তো সেই বাড়ি...তানিন চিৎকার করে উঠলো...তানিন দরজাটা খুলে ভেতরে ঢুকে গেলো...পেছনে চেয়ারম্যান ও তার দলবল...বাড়ির ভেতরে সবাই গিয়ে দেখলো সেখানে পড়ে আছে ফটোগ্রাফার তানিনের ছিন্নভিন্ন মৃতদেহ...
0 Comments