
গ্রামের গভীরে শত বছরের পুরোনো চৌধুরী বাড়ি ঘিরে ছড়িয়ে আছে ভয়ের এক অদ্ভুত ছায়া। চার বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় রাতে বাড়িটিতে প্রবেশ করে, আর সেখানেই শুরু হয় রহস্যময় কান্না, কর্কশ হাসি এবং মৃত জমিদারের প্রতিশোধের খেলা। অন্ধকার, কুয়াশা আর অজানা শক্তির মাঝে তারা কি ফিরে আসতে পারবে, নাকি সেই বাড়ির চিরন্তন আতঙ্কের অংশ হয়ে যাবে—সেই রহস্যই এই ভৌতিক গল্পের মূল আকর্ষণ।
0 Comments