

রতনের জীবনে রাত মানেই যেন অন্য এক দুনিয়া। বন্ধুদের আড্ডা, গল্প, আড্ডার হাসি– সব শেষে সে বাড়ি ফেরে গভীর রাতে। তার ফেরার পথে একটি প্রাইমারি স্কুল পড়ে, স্কুলের সামনে বিশাল এক বটগাছ। গাছটি এত পুরোনো যে শিকড়গুলো মাটির বুকে বিশ্রীভাবে ছড়িয়ে পড়েছে।প্রথম দিনই রতন চোখে পড়ে—গাছের গোড়ায় এক রূপসী মেয়ে বসে আছে। উজ্জ্বল চাঁদের আলোয় মেয়েটিকে স্বপ্নের মতো লাগে। লম্বা খোলা চুল, সাদা জামা, কেমন যেন অদ্ভুত এক হাসি ঠোঁটে। রতন ভয়ে কিছু না বলে দ্রুত বাড়ি চলে আসে।
0 Comments