
মধ্যরাত। আকাশে মেঘ, বাতাসে হালকা শীতলতা। সড়কটা একেবারেই ফাঁকা—কোনও গাড়ি নেই, শুধু মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক। হঠাৎ দূর থেকে একের পর এক লম্বা হর্ন বাজতে শুরু করল—হুুুুু… হুুুুু… হুুুুু…সেই শব্দে ঘুম ভাঙল শফিকের। জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখল, এক অদ্ভুদ বাস আসছে সড়ক বেয়ে। বাসটির গায়ে আলো নেই, তবে চারপাশ কেমন যেন ধূসর আলোয় জ্বলজ্বল করছে।বাসটা এসে থামল সড়কের এক জায়গায়। দরজা খুলল, নামল এক যাত্রী। মানুষটা নামামাত্রই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। যেন বাতাসে মিলিয়ে গেল সে।
0 Comments