প্রিয় প্রেয়সী,হয়তো, আমার লেখাগুলো তোমার সন্তুষ্টি অব্দি পৌঁছাবে না বা তোমার আকর্ষণের অনুকূলে ঘেঁষবে না। তবুও, শুরুটা তোমায় ভালোবাসি এ কথাটা বলার মধ্যে দিয়েই।সত্যিই, আমি তোমাকে ভালোবাসি; খুব ভালোবাসি। আসলে তোমার সাথে কথা বলার শুরুর মুহূর্তগুলোতে তোমায় নিয়ে এতো বেশি ভাবতাম না। কিন্তু বিশ্বাস করো প্রিয়; ইদানিং তোমায় ছাড়া কোনোকিছুই অনুভব করতে পারছিনা। ধরো কোনো কাজ করছি, হঠাৎ তোমার কথা মনে পড়ল। এরকম এখন অহরহ ঘটছে। জানিনা এর কোনো নিরাময় আছে কিনা। এটা পড়ে তুমি নিশ্চয়ই বলবে এসব দিয়ে জীবন চলে না। জীবন একটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ কারো মায়ায় পড়তে নেই। তাহলে মারা পড়বে।তোমার ধারণা ভুল প্রেমপ্রবাহীনি। বরং আমি তোমার মায়ায় না পড়লে মারা পড়বো। তোমায় নিয়ে ভাবলে আমার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। আমার হিরামন পাখি, তুমি শুধু একবার আমায় ভালোবেসে দেখ। আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবেনা। আমার এই অগোছালো জীবনটা গোছানোর জন্য কেবল তুমিই আছো। আর কেউ নেই। ঠিক চাতক যেমন মেঘের দিকে তাকিয়ে থাকে বৃষ্টির জন্য, আমিও তেমনি তোমারই প্রতিক্ষায় আছি, থাকবো; সারাজীবন থাকবো। ইতি,তোমার প্রিয় ধানসিঁড়ি।
0 Comments