লা মিজারেবল্ 2024স্বাধীনতার মত বড় বড় life changing ঘটনা গোটা শতাব্দীতে একটা জাতির জীবনে আর কয়টাইবা ঘটে? যদি কখনও ঘটেই যায় এক সময় ঠিকই কালের গর্ভে তা হারিয়ে যেতে থাকে। নতুন নতুন অভ্যাসে মানুষ আবারও নতুন করেই অভ্যস্থ হয়ে উঠতে থাকে। ইতিহাস এর পাতায় পাতায় ধুলো জমতে থাকে যেমন করে জমতে থাকে মানুষের মন ও মগজে। তারা ভুলে যেতে থাকে কি কঠিন সময়কে challenge করেই না তারা কোন একদিন ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সোনার হরিণটিকে। সেই হরিণটি আজ তাদের নিজেদের বানানো কারাগারেই অবরুদ্ধ। আর যার মুক্তির আকাঙ্ক্ষাতে সময়টাও মিজারেবল্।জীবনের সুর যতই কেটে যাকনা, তবু জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। এই গতির ছন্দ বোধহয় কখনোই থামেনা। কাল পার হয়ে, পৃথিবীর মানচিত্র ঘুরে মুক্ত স্বাধীন সেই হরিণটির খোঁজে একজনের গতির ছন্দ একসময় ঠিকই ছুঁয়ে যায় অন্য একজনকে। সেখান থেকে আরো অনেককে। একসময় দেশের আনাচে কানাচে মানুষের হৃদয়ে চেপে সে ছন্দ আরও আরও মানুষের কাছে পৌঁছে যেতে থাকে। জন্ম নেয় ছোট্ট বিপ্লব শিশু।
La Misarable 2024
22 Comments
Related Story
Page: /
Page: /
চমৎকার লেখা। বর্তমান প্রেক্ষাপটের সাথে দারুন মিল।