৫ই আগস্ট, The 36th Julyএমন একটা দিনের আশায় ঘুম ভাঙে রোজযে দিনটা খুব রঙিন হবে \"বিশ্বাস\" পাবে তার খোঁজ।। বর্ধিত জুলাই এর ছত্রিশ তম দিন অর্থাৎ পাঁচই আগষ্ট 2024 এর এই দিনটি ছিল ঠিক সেই রকম একটা দিন। গত এক বছরের বিভিন্ন সময়ে আমার কাছে মনে হয়েছে যে এই দিনটার গুরুত্ব কি সত্যিকার অর্থে আমরা কখনও বুঝতে পারব? এটা ছিল নষ্ট রাষ্ট্র যন্ত্রের শেকলে অবরুদ্ধ একটি জাতির শেকল ভাঙার দিন। দুর্গন্ধময় নিকৃষ্ট একটা ইতিহাসকে ইতিহাস এর আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার দিন। বিদেশী জুজুবুড়ির কল্পিত ভয় দেখিয়ে জোর করে ঘাড়ে চেপে বসা দানবীয় এক শক্তির ভয় ভেঙে - তাকে তার সামন্ত প্রভুর দেশে লাথি মেরে ভাগিয়ে দেবার দিন। এটা ছিল এমন এক দিন - যেদিন কথিত তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশটা দেখিয়েছিল কথিত প্রথম বিশ্বের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়। এই দিনটিতে বাকরূদ্ধ গোটা বিশ্বকে মৃত্যুভয় জয় করে আমরা দেখিয়ে দিয়েছিলাম-অন্যের দয়া পরবশ হয়ে পরগাছা হিসাবে না বেঁচে বরং মানুষের প্রাপ্য সম্মান নিয়ে কিভাবে বাঁচতে হয়। There is a saying : Think not local, Think \"Global\". কিন্তু Globally যে সমস্ত জাতি powerful এবং leading position এ আছে - তারা প্রায় সকলেই তাদের strong root বা local কে সঙ্গে নিয়েই globally powerful. আমরাও বাংলাদেশকে যতটা বেশি ধারণ করে Represent করতে পারব- এই দেশ ততোটাই globally powerful অবস্থানে থাকবে। আমি বিশ্বাস করি এই দিনটা ছিল তেমনি এক দিন - যেই দিনটিতে সকল বিভাজন ভুলে গোটা বিশ্বের কাছে একটা Clear Message আমরা দিয়েছিলাম যে বাংলাদেশ আমাদের কাছে কি। আর আমরা কতটা বেশি \"বাংলাদেশি\"। ভুল ভ্রান্তি ঝড় ঝাপটা থাকবেই। তবু এই দিনটা ছিল সেই দিন - বিশ্বাস করি যে দিনটায় জাতিগত ভাবে আমরা আমাদের বিশ্বাসের বীজ বপন করেছিলাম। যে, মস্তিষ্ক ও হৃদয় এক হয়ে যখন কোনো লক্ষ্যে এগিয়ে যায়, দানবীয় কোন শক্তিও তার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়। আমাদের বাবা মায়েদের শেখানো মূল্যবোধকে মূল্যহীন হতে দেখেছি আমরা এই বিশ্রী দুর্গন্ধময় সমাজ ব্যবস্থায়। মানবতার সকল শিক্ষাকে উপেক্ষা করে পদদলিত করে শয়তানের প্রতিচ্ছবি হিংস্র কিছু জানোয়ারদের ক্ষমতার মসনদে বসে মানুষকে ব্যঙ্গ করতে দেখেছি। এভাবেই কখন যেন বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এমন করেই হয়তো চলতে থাকবে সবকিছু। কিন্তু আল্লাহ্ তাআলা আমাদের জীবদ্দশাতেই দেখিয়ে দিলেন যে - আকাট মূর্খ কিছু মানুষ খোদা সেজে অল্প কিছুদিন ক্ষমতার ভ্রান্তিতে হয়তো থাকতে পারে, কিন্তু চিরদিন নয়। ক্ষমতার একচ্ছত্র আধিপত্য শুধু তাঁরই। এই দিনটা ছিল তাঁরই দেয়া উপহার। আর মানবিক মূল্যবোধের শিক্ষাই যে শেষ পযর্ন্ত জয়ী হয় - সেই বিশ্বাসটাও ফিরে এসেছিল এই দিনটিতেই। তাই দৃঢ়ভাবেই বিশ্বাস করি- একদিন সত্যি সত্যিই এই দিনটার মাহাত্ম্য আমরা উপলদ্ধি করতে পারব। \"জুলাই বিপ্লব\" কে সচল, বেগবান এবং সফল করে পাঁচই আগষ্ট এর এই অবিস্মরণীয় দিনটিকে উপহার দিতে - দেশে এবং দেশের বাইরের সকলকে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, গাজী হিসাবে ফিরে এসেছেন, কন্টেন্ট, ন্যারেটিভ, ভাষন- বয়ান দিয়ে জুলাই যোদ্ধাদের মোটিভেট করেছেন, যারা ঘরে বাইরে সর্বস্তরে সরব ও মৌন সমর্থন করেছেন - তাঁদের সকলকে মহান আল্লাহ্ রাব্বুল আল্ আমিন তুমি তোমার মতো করে এই পৃথিবীতে এবং ঐ পাড়ে সম্মানিত কোর আর রিযিক বাড়িয়ে দিও, আমিন সুম্মা আমিন। সতেরশো সাতান্ন সালের তেইশে জুন স্বাধীনতাকে সঙ্গে করে যে সূর্যটা ডুব দিয়েছিল, ঊনিশশো একাত্তরের ষোলই ডিসেম্বর সেই সূর্যটাই বাংলার আকাশকে নতুন করে রাঙিয়ে, স্বাধীনতাকে সঙ্গী করে আবার ফিরে আসে। এরপর একে একে তিপ্পান্ন বছরের মধ্যেই আবার যখন সেটি ডুবে যাবার উপক্রম হয়, তখনই নতুন করে সূর্য ওঠে দুহাজার চব্বিশ এর এই দিনটায়। স্বাধীনতার দ্বিতীয় এই সূর্যটাকে বাংলার আকাশে আর কখনোই ডুবতে দেবোনা- এমন দিনটাতে এই হোক আমাদের নতুন প্রতিজ্ঞা।। TONMOY...........পাঁচই আগষ্ট দুহাজার পঁচিশ।।।। 05-08-2025...........
0 Comments