
কালু আমার ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে গিয়েছি, একসাথে খেয়েছি, খেলেছি, আবার কেলেঙ্কারিও কম করিনি। কিন্তু কালু ছিল এক আজব চরিত্র। বন্ধু হলেও সে আমার পেছনে লেগেই থাকত, যেন আমায় বকাঝকার আয়োজন করাই তার একমাত্র নেশা।একদিন তো দেখি, স্কুলে যাওয়ার পথে হেডস্যার আমায় থামিয়ে বললেন, “তোর বালিশের নিচে সিগারেট কেন?” আমি থ! আমি তো ছুঁয়েও দেখিনি সিগারেট, আর বালিশের নিচে কে রাখল? একটু পরে বুঝলাম, কালুর কীর্তি।
0 Comments