
হাবলু প্রেমে ছ্যাঁকা খাইছে।ছ্যাঁকার কষ্ট হাবলুর যত না বুকের ভেতর, তার চেয়ে বেশি বাইরেই। কারণ, গ্রামের সবাই এখন তাকে দেখে ফিসফিস করে—“এই যে হাবলু... প্রেমে পড়ে মাথা গেছে!”তাজপুর গ্রামের এই হাবলু দেখতে মোটামুটি, তবে বুদ্ধিতে গড়পড়তা পিঁপড়ারও নিচে। যারে বলে হাবলেটিক!তিন মাস ঘুরাঘুরি, হাঁসফাঁস, প্রেমিক সাজা—সব মিলিয়ে রূপা নামের মেয়েটা যখন বিয়ের কার্ড হাতে দিয়ে বলে,“ভাইয়ের মতো ভালবাসতাম তোকে,”তখন হাবলুর বুকে বাজ পড়ে !
0 Comments