নিরেট রাজা (এস, এম, ইমরানুল ইসলাম রাজন) রাজা তোমার হাতে লেগে, মোদের তাজা রক্ত। নিথর দেহের বেদীতে বসে, করছো আসন পাকা-পোক্ত। আমাদের মতো তোমারও রক্ত, একই রকম লাল। বাঁচার জন্য দাবী করেছি, সেটাই হলো কাল। উর্দি পরা বন্ধু যখন, বুকে করল গুলি। তবুও তোমার মায়া হলো না, ছুড়লে কথার বুলি। মোদের কোন জায়গা নেই , যেখানে করবো দাবী। নিরেট বিবেকে তুমি লাগালে, সকল দুয়ারে চাবী।
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments