

গোপালপুর বাজারে একটা জরুরি কাজে গিয়ে ছিলাম। কাজ শেষে পুরনো কিছু বন্ধুদের সাথে আড্ডায় সময় যে কখন রাত দশটা পেরিয়ে গেছে টেরই পাইনি। বাইরে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে, আকাশে আধা চাঁদ। মনে এক ধরনের অস্বস্তি নিয়েই মোটরসাইকেল স্টার্ট করে বাড়ির পথে রওনা দিলাম।আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। মাঝপথে ইদগাহ মাঠের পাশেই সেই পুরোনো কবরস্থান—যেটা নিয়ে গ্রামের নানা জনশ্রুতি রয়েছে। বহু বছর আগে নাকি এক লোক ওখানে পড়ে গিয়ে মারা যায়, কেউ বলে ভোরবেলায় সাদা কাপড়ে জড়ানো কিছু নড়তে দেখা গেছে কবরের পাশ থেকে।
বাহ, ভালো লাগল।