বুনো রাজা (এস, এম, ইমরানুল ইসলাম রাজন)হাতির যখন সুদিন থাকে, সবাই হতে চায় সাথী। সেই হাতি আবার কাঁদায় পড়লে, মশাও মারে লাথি। হাতির জোরেই বনের রাজা, যা খুশি তাই করে। নিরীহ সকল প্রান মেরে, লুকিয়ে থাকে ঘরে। অন্ধ গুহায় ভেতর থেকে, রাজায় দড়ি টানে। সেই ফাঁসে পড়ে প্রাণিকূল, ছোটে প্রান পনে। যখন হাতি মারা পড়ে, রাজা হয়ে যায় একা। সকল প্রানী একা হয়ে তার, প্রাসাদ করে ফাঁকা। লুকিয়ে থেকে রাজা করে, বুনো হাতির খোঁজ। অত্যাচারীকে বিদায় দিয়ে, শুরু হয় বনে ভোজ।
ছেলেবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন, কবিতা, ছড়া ও গল্প লেখার অভ্যাস। তবে সংবাদ পত্রে প্রতিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক লেখালেখির শুরু।
0 Comments