

শীতের রাতে তীব্র কুয়াশায় ঢাকা পড়া গ্রামটি যেন ঘুমিয়ে আছে মৃত্যুর চাদরে। তবে নিঝুম এই রাতেও একটানা কুকুরের ঘেউ ঘেউ কান ফাটিয়ে দিচ্ছে। একসময় কুকুরগুলো হঠাৎ থেমে যায়। হু হু ঠান্ডা বাতাস বইতে থাকে বাঁশঝাড়ের পাশ দিয়ে।সেই সময়েই প্রথম দেখা যায় তাকে। একেবারে ধবধবে সাদা রঙের একটা বিড়াল। কিন্তু তার লেজটা অদ্ভুতভাবে পিচকালো! যেন কেউ আলকাতরায় চুবিয়ে দিয়েছে। রাতের আঁধারে সে বিড়ালটা হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে ফসফস করে — ঠিক যেন আগুনের ছায়া।
0 Comments