
একটি নিরীহ রাত। ছোট্ট রিনু বাবাকে বলে, \"বিছানার নিচে কেউ আছে কিনা দেখে নাও না, প্লিজ!\" বাবা বিছানার নিচে উঁকি দিতেই, সেখান থেকে দেখা দেয় আরেকটা রিনু, আতঙ্কিত কণ্ঠে বলে— “বাবা, বিছানার উপর কে বসে আছে?”এই বিভ্রান্তিকর মুহূর্ত থেকে শুরু হয় এক রহস্যময় যাত্রা—এক অদ্ভুত আয়নার ভিতর ঢুকে পড়ে রিনুর বাবা, যার পরিচয় দ্রুত বদলে গিয়ে হয়ে দাঁড়ায় \"রক্ষক\"। কিন্তু কে সে আসলে? একজন বাবা? নাকি আয়নার গহীনে আটকে থাকা এক প্রাচীন আত্মা?এই গল্প সময়, বাস্তবতা ও আত্মপরিচয়ের সীমানা মুছে ফেলে। প্রত্যেক অধ্যায়ে ছড়িয়ে আছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, ছায়ার ভেতর হারিয়ে যাওয়া আত্মার আর্তি, আর এক ভয়ংকর সত্য যা বিশ্বাসের চূড়া ভেঙে দেয়।যাত্রা কেবল রহস্য উন্মোচনের নয়— বরং নিজেকে জানার, নিজের ভুলে যাওয়া অংশকে ফিরে পাওয়ার, এবং শেষ পর্যন্ত বুঝে ওঠার—কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব? আয়নার অন্তরাল এক অনন্য বাংলা সাইকোলজিকাল থ্রিলার, যেখানে ভয়ের নিচে লুকিয়ে আছে পরিচয়ের গভীর প্রশ্ন।
0 Comments