
শহরের এই অংশটায় সন্ধ্যা একটু আগেই নামে। আলো ঝলমলে রাস্তাগুলোর এক পাশে সজ্জিত গ্লাসের জানালায় নরম আলো ফেলে দেয় দামি রেস্টুরেন্ট আর পোশাকের দোকানগুলো। এখানেই একটি বহুতল বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকত রবিন।রবিন ছিল নিরালায় গড়া এক নিঃসঙ্গ চরিত্র। ছোটবেলায় মা-বাবা হারিয়ে এতিমখানায় বড় হওয়া ছেলেটি কখনো স্কুলে যেতে পারেনি। অক্ষরজ্ঞান হয়নি তার। তবে মুখে চুপচাপ থাকা ছেলেটার আচরণ ছিল ভদ্র, শান্ত, অল্প কথার। চোখে ছিল এক ধরনের নির্লিপ্ত গভীরতা, যেন কষ্ট চেপে রাখা জলের মত স্বচ্ছ কিছু।
0 Comments