
রূপা নতুন শহরে একটা চাকরি পেয়েছে। কোম্পানি থেকে থাকার জন্য একটা ভাড়া ফ্ল্যাট দিয়েছে—ছিমছাম, তিনতলা বাড়ির এক কোনায় নিরিবিলি ছোট্ট একটা রুম। আশেপাশে কেউ তেমন নেই, মালিক বলে দিয়েছেন, একদম শান্ত পরিবেশ।প্রথম দুদিন ভালোই কাটল। তৃতীয় দিন ঘুম থেকে উঠে রূপা হঠাৎই কেঁপে উঠল। চোখ খুলেই সে দেখল—তার শরীরে এক টুকরো সুতোও নেই। সে বিছানায়, একা। জানালা-দরজা সব বন্ধ, বাইরের তালাও ঠিকঠাক লাগানো।
ভালো লাগল