

‘কুড়ি দিনের ঘর’ একটি গভীর আবেগভরা আত্মকথামূলক কবিতা, যেখানে কবি সীমান্ত তাঁর জীবনের দুঃখ-বেদনা, নিঃসঙ্গতা ও আশাভরা অপেক্ষার কথা তুলে ধরেছেন। ছোটবেলার সুখস্মৃতি থেকে শুরু করে বড় হয়ে ওঠার কষ্ট, সমাজের অবহেলা, দরিদ্রতার থাবা, হৃদয়ের আর্তনাদ—সব মিলিয়ে কবিতাটি এক বাস্তব জীবনের করুণ দলিল। নদী, ঝর্ণা, বটগাছ, বর্ষা আর বসন্তের প্রতীক ব্যবহার করে সীমান্ত যেন তাঁর কষ্টগাঁথা জীবনকে রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন।এই কবিতায় কেবল শব্দের খেলা নয়, রয়েছে এক চিরস্থায়ী যন্ত্রণা ও শান্তির খোঁজ। “আমি আমার হতে পারিনি”—এই একটি লাইনেই যেন আটকে আছে কুড়ি বছরের হাহাকার।
0 Comments