

জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর। চারিদিকে ঝাঁ ঝাঁ রোদ, কুকুরও জিভ বের করে হাপাচ্ছে। আমাদের জেঠা মশায় সেদিন হঠাৎ ভাবলেন, “এই গরমে যদি একটু বটগাছের ছায়ায় বসে ঠান্ডা হাওয়া খাওয়া যায়, তাহলে মাথাটা ঠান্ডা হবে।”জেঠা মশায় এমনিতে ঠান্ডা হন না, কিন্তু আশেপাশের মানুষদের গরম করে দিতে ওস্তাদ। ত্রিশ বছর স্কুলে পড়িয়েছেন, একবার যার চোখে তাকিয়েছেন, সে বাকি জীবন অংক কষার স্বপ্ন দেখে কাঁদে।
0 Comments