
গ্রামের নাম নলিনদ্বীপ। আধুনিক, উন্নয়ন-ছোঁয়া একটা গ্রাম হলেও এর একপাশে বিস্তীর্ণ ফাঁকা মাঠ আর সেই মাঠের শেষে বহমান বহ্মপুত্র নদ, এখনো যেন এক রহস্যে ঢাকা।সেই মাঠের গল্প খুব প্রচলিত। মধ্যরাত নামলেই ভেসে আসে এক ভয়ংকর অট্টহাসি—প্রথমে ধীরে, তারপর ক্রমে বিকট। অট্টহাসির পরপরই শুরু হয় এক মধুর বেহালার সুর—অবর্ণনীয় করুণ, যেন হাজারো হৃদয়ের ব্যথা গলে গিয়ে বেহালার ছোঁয়ায় সুর হয়ে ছড়িয়ে পড়ছে আকাশজুড়ে।
good