
সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। চাঁদের আলো যেন এক অদ্ভুত নীরবতার চাদর বিছিয়ে দিয়েছে শহরের ওপর। ধানমণ্ডি লেকের পাশের ছোট রাস্তায় হাঁটছিল এক তরুণী—নাম লায়লা। তার হাসি, তার চোখের চাহনি, যেন অন্ধকারেও আলো ছড়ায়। কেউ জানত না, এটি তার জীবনের শেষ রাত।পরদিন সকালে পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে লেকের পাশে। চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। কিন্তু বুকের ঠিক মাঝখানে একটি কালো গোলাপ গোঁজা। দুই মুঠোয় ধরা দুই টাকার কয়েন। আর মাথায় বেলি ফুলের মালা। আবারও সেই পূর্ণিমা রাত, আবারও সেই স্টাইল।
ভালো লেগেছে।