
নদীর বুক চিরে একটুকরো ধূসর দ্বীপ—বালুচর। বর্ষার শেষে নদী যখন শুকিয়ে যায়, তখনই মাথা তোলে এই বালুচরটা। লোকালয়ের খুব কাছে নয়, আবার একেবারে দূরেও না। কিন্তু আশ্চর্যের কথা—বছরের অন্য সময়ে মানুষের আনাগোনা থাকলেও বর্ষার পর এই বালুচরে কেউ যায় না। কেন যায় না? কারণ, সবাই জানে—ওখানে আছে \"মানুষ খেকো।\"অনেক বছর আগে, গ্রামের মোড়ল হারুন মিয়া তার ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বালুচরে। ফিরে এসেছিলেন শুধু তিনি। বলেছিলেন—“ছেলেটা হারিয়ে গেছে।” কিন্তু লোকজনের মনে সন্দেহ ছিল, কারণ হারুন মিয়া তখন থেকেই একটু কেমন যেন হয়ে গিয়েছিলেন। সারাদিন চুপচাপ, মাঝেমধ্যে গুনগুন করে বলতেন—“ও এখন আমার ভেতরেই আছে।”
Interesting story