
গভীর রাত। বৃষ্টির শব্দে গুমগুম করছে চারদিক। নির্জন গ্রামের এক কোনায় পুরনো একটি বাড়ি—কাকুড়ার হাওয়ালাদার বাড়ি। এই বাড়িতে এখন আর কেউ থাকে না। বছর দশেক আগে হাওয়ালাদার সাহেব মারা যাওয়ার পর বাড়ি পড়ে রয়েছে অব্যবহৃত, ধ্বংসস্তূপের মতো।তবে গ্রামের লোকেরা বলে, বাড়িটা খালি নয়। সেখানে আছে হাওয়ালাদার সাহেবের \"পোষা ভূত\"।
0 Comments