

রাত তখন গভীর। ঘড়ির কাঁটা বারোটা ছুঁয়েছে। শহরের ব্যস্ততা নিভে গেছে, রাস্তাঘাট শুনশান। শুধু অতুলের ঘরেই জ্বলছে এক টুকরো হলদেটে আলো। আলমারির সামনের মেঝেতে হাঁটু গেড়ে বসে সে কাঁদছে—নিস্তব্ধ কান্না, যেন কণ্ঠ রোধ করা বেদনার প্রবাহ।তার সামনে একটি সাদা কাপড়ে মোড়ানো জিনিস। কেউ দেখলে হয়তো বলত, এ কোনো পবিত্র বস্তু। কিন্তু না, কাপড়ের ভাঁজ খুললেই দেখা যাবে—একটি মেয়ে মানুষের মাথার খুলি। হ্যাঁ, এ অনুর মাথা। যাকে একদিন ভালবেসেছিল অতুল, আর ভালবাসার উন্মাদনায় খুন করে ফেলেছিল নিজেই।
0 Comments