

আদনান একজন নামকরা উকিল। ব্যস্ত শহরের জীবন পেছনে ফেলে এইবার সে এসেছেন কলেজজীবনের বন্ধু শরিফের ছেলের বিয়েতে। শরিফ এখন বড় ব্যবসায়ী, হিজলডাঙ্গা গ্রামে তার বিশাল বাড়ি, গ্রাম থেকে প্রায় তিন মাইল দূরে ছোট একটি রেলস্টেশন। শরিফের কথা ছিল আদনানকে নিতে আসবে, কিন্তু হয়ত ভুলে গেছে। আদনান চিনে জায়গাটা, বহুবার এসেছে—তাই হাঁটতেই শুরু করলো।রাত প্রায় দশটা। মাইল দুই যাওয়ার পর রাস্তার পাশের এক পুরনো দীঘির পাশে এসে দাঁড়াল আদনান। চারপাশে সুনসান নিস্তব্ধতা, কেবল চাঁদের আলোয় দীঘির জল চিকচিক করছে। হঠাৎ তার চোখ গেল দীঘির ওপারে—এক বিশাল চারতলা প্রাসাদ! যেন রাজবাড়ি। আজ পর্যন্ত সে এ পথ দিয়ে বহুবার এসেছে, কিন্তু এমন বাড়ি কোনোদিন চোখে পড়েনি।
0 Comments