

অয়ন শহর থেকে গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিল কদিনের জন্য একটু প্রশান্তির আশায়। নানারকম ঝামেলা, মানসিক ক্লান্তি আর জীবনের একঘেয়েমি থেকে পালাতে চেয়েছিল সে। গন্তব্য ছিল দূরের এক পুরাতন গ্রাম—চর সিঙ্গারদিয়া, যেটা এক সময় বিখ্যাত ছিল জমিদারি আর রাজকীয় আড়ম্বরের জন্য।গ্রামে পৌঁছে হঠাৎ বৃষ্টি নেমে আসে। আঁধার নেমে আসতে না আসতেই অয়ন পথ হারিয়ে ফেলে। চারদিক কুয়াশা আর মেঘে ঢাকা, শুধু ঝোপঝাড় আর হাওয়ার শব্দ। ঠিক এমন সময় সে দেখতে পায় সামনে একটা প্রাসাদের মতো বিশাল বাড়ি—ভগ্নপ্রায়, ছাদের কার্নিশ ভাঙা, জানালাগুলো কালো ফাঁকা চোখের মতো তাকিয়ে আছে।
0 Comments