
একজন বৃদ্ধ সাধু ধ্যানমগ্ন হয়ে বসে আছেন হিমালয়ের পাদদেশে। দীর্ঘ সময় ধ্যান শেষে তিনি চোখ মেলে তাকালেন চারপাশে। তখনই দেখতে পেলেন এক যুবক তাঁর দিকে এগিয়ে আসছে।যুবকটি বলল, “বাবা, আমি জানি না জীবন থেকে কী চাই। তুমি নাকি মানুষের ভবিষ্যৎ দেখতে পারো? আমায় বলো, আমি কী পেলে সত্যিকারের শান্তি পাবো?”সাধু চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, “তুমি পাচটি উপহার পাবে। কিন্তু একটিমাত্র পছন্দ করতে পারো। বাকিগুলো হারিয়ে যাবে। ভাবো, বুঝে শুনে একটিকে গ্রহণ করো।”যুবক বিস্মিত চোখে তাকিয়ে রইল। তখন আকাশ থেকে এক এক করে পাঁচটি রূপালী পায়রা নেমে এল, প্রতিটি পাখির গলায় একেকটি নাম লেখা:১. অর্থ২. প্রেম৩. খ্যাতি৪. যশ৫. মৃত্যুসাধু একে একে প্রতিটি উপহারের অর্থ বোঝাতে শুরু করলেন।১. অর্থ “অর্থ সেই শক্তি, যা দিয়ে তুমি ঘর বানাতে পারো, খাবার কিনতে পারো, ক্ষমতা অর্জন করতে পারো। কিন্তু মনে রেখো, অর্থ দিয়ে সময় কেনা যায় না, ভালোবাসা কেনা যায় না, আর শান্তিও সবসময় মেলে না।”যুবক চোখ বন্ধ করে ভাবলো, তার বাবা সারা জীবন টাকার পেছনে ছুটে গেছে, তবু আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছে।২. প্রেম“প্রেম হলো আত্মার গান। তুমি প্রেম পেলে একা থাকবে না কখনো, জীবন হবে রঙিন। তবে প্রেম ধরে রাখা কঠিন, কারণ মানুষ বদলায়, সময় বদলায়। প্রেমও কখনো কখনো বিষ হয়ে ওঠে।”যুবক মনে করল তার প্রথম ভালোবাসাকে— যে একদিন কাঁদতে কাঁদতে তাকে ছেড়ে চলে গিয়েছিল।৩. খ্যাতি“খ্যাতি মানে লোকে তোমার নাম জানবে। তোমার মুখ ছাপা হবে কাগজে, লোকজন হাত মেলাবে। কিন্তু রাতের বেলা, বিছানায় তুমি থাকো একাই। খ্যাতি মানুষকে আলাদা করে দেয়, বন্ধুদের হারিয়ে দেয়।”যুবক ভাবল, নামের জন্য কতোজন আত্মা বিক্রি করে— কিন্তু শান্তি পায় না কেউ।৪. যশ“যশ অর্থ, মরার পরেও মানুষ তোমার নাম
0 Comments