

একটি নতুন ভোরে পাকপাখালির কলতানে চারদিক জেগে উঠবে ফুরফুরে মেজাজে।সূর্য উঠবে পূর্ব গগনে। সূর্যের আলোয় শিশুরা ঘুম ভেঙে জেগে উঠবে।কিন্তু নদীর পাড়ে একটি পরিবারের জন্য এই নতুন সূর্য আর কখনোই দেখা হবে না।পরিবারটি সারারাত বেঁচে থাকার আকুল, আপ্রাণ চেষ্টায় মুছে যাওয়ার পথে।হয়তো রাতের আঁধারের মতো তাদের জীবনও আঁধারে ডুবে যাবে।তারাও রাতের মতো নদী গর্ভে বিলীন হয়ে যাবে।তারা নিজেও জানে না, তাদের ভাগ্যে কী আছে।পরিবারের কর্তা ব্যতীত অন্যান্য সকলে নির্বাক।ফেনী নদীতে তিনজন জেলে ফজরের আগে জাল নিয়ে মাছ ধরতে গেছে।নদীর পানিতে ভেসে আসা পরিবারের কর্তার নাম -উমেদ আলী। কর্ত্রীর নাম -সেলিনা বেগম।এবং তাদের তিন কন্যা।
0 Comments