

এই গুলো লোকজন কি শুরু করেছে? যাকে একটু সন্দেহ হয়, তাকেই ধরে মারধর। যদি এভাবেই শাস্তি দিতে হয়, তাহলে দেশের আইন-আদালত, বিচার ব্যবস্থা কিসের জন্য রাখা হয়েছে?কখনো কি কোন আসল চোর সহজে ধরা পড়ে? যারা ধরা পড়ে, এরা আসলে চুরি বিদ্যা জানে না। তাই ধরা পড়ে। চুরি বিদ্যা কোনো সাধারন বিদ্যা না — এটা মারাত্মক বিদ্যা। যে এই বিদ্যা ভালোভাবে শিখে, সে কোনোদিন ধরা পড়ে না। আর যারা আসল চোর, তারা এই বিদ্যায় মারাত্মকভাবে পারদর্শী। এদের ধরা প্রায় অসম্ভব।
0 Comments