\"কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে\"...তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজছি...পূর্ণিমার রাতে আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো ফাহমান...আমাকে বলে আসবে তো...ছাড়ো তো এসব...দেখো কি সুন্দর জোৎস্না...এই পূর্ণিমা আমায় কাছে টানে।আমায় ছুঁয়ে যায়...তাই আমি বার বার অবগাহন করি...হ্যা... এইজন্যই তো তোমার নাম পূর্ণিমা...ফাহমান... তোমার হাতে হাত রেখে জোৎস্না দেখতে এত ভালো লাগে...কিন্তু তুমি আমাকে ভালোবাসো না...এমন কেন বলছো...ধর ধর...ওই পাগলাটা আবার বাইর হইয়া গেছে...স্যার দেখার আগেই ধরতে হইবো...প্রতি চাইন রাইতে এই নাটক ভাল লাগে না...ছাড়ো আমাকে...আ...মা..কে...আ...মা...র পূর্ণিমা..র কাছে যেতে দাও...তখনই কেউ যেন ফাহমানের কানের কাছে এসে বললো... তোমার এই পূর্ণিমাকে আবার পাবে সামনের পূর্ণিমায়...\"কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে...\"
Just Wow