এক কথা তোকে কতবার বলতে হয়?কি হইসে ভাইজান...কতবার বললাম ম্যানিকুইনটার নাক ভাঙা...ঠিক করতে দে..না...কে শোনে কার কথা! কোনো কথাই কানে যায় না...ছরি... ভাইজান ভুল হইয়া গেছে...আরে!ম্যানিকুইন সুন্দর সুন্দর শাড়ি পরা থাকবে তখনই তো কাস্টমার আসবে কিনবে শাড়ির বিক্রি বৃদ্ধি পাবে...লাভ হবে...ব্যবসা বাড়বে... কিছু বুঝিস গাধা কোথাকার!ভাইজান... আমি খুব তাড়াতাড়ি ঠিক কইরা দিমু...চিন্তা কইরেন না...জাভেদ শাড়ির দোকানের ম্যানেজার।তার মামারই দোকান এটা... কিন্তু সে দেখভাল করে...সাথে পড়াশোনাও করে... এভাবেই দিন কেটে যাচ্ছে তার...আজ সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই।তাই জাভেদ ঠিক করলো আজ দোকানেই রাতটা পার করবে।কারণ তার বাসা দোকানে থেকে বেশ দূরে...রাত তিনটা।কিছুর আওয়াজে ঘুম ভেঙে গেলো জাভেদের। বুঝতে পারলো না কোথা থেকে আওয়াজ আসছে... মোবাইলের টর্চ অন করে দেখলো কেউ কোথাও নেই... কিন্তু কেউ হাঁটছে এমন মনে হচ্ছে...হঠাৎ জাভেদ দেখলো তার সামনে ম্যানিকুইনটা দাঁড়িয়ে আছে...ওই যে যেটার নাক ভাঙা...টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে...সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না...ম্যানিকুইনটা তার গলা চেপে ধরেছে...সে চিৎকারও করতে পারছে না... শুধু ছটফট করছে...ঘুম ভেঙে গেলো জাভেদের।ও...তার মানে এটা স্বপ্ন ছিলো...কি ভয়ংকর স্বপ্ন! হঠাৎ আয়নায় নিজেকে দেখে শিউরে উঠলো সে...এটা যদি স্বপ্নই হবে তাহলে তার গলায় এটা কিসের দাগ...
Splendid