তুমি আবার?কেন আসো তুমি বার বার...কেন? আমি কেন আসবো না... আমিই তো আসবো... তোমাকে ভালোবাসি সুইটহার্ট...ও...প্লিজ...এসব কথা বলো না তো অনিক...অসহ্য লাগে...রিয়েলি... সানজানা...হ্যা...আমাকে তো তোমার অসহ্য লাগবেই...তাই তো আমাকে...ব্যস...রোজ একই কথা শুনতে আমার ভালো লাগে নাশুনতে হবে... সুইটহার্ট... তোমার জন্য আমার এই অবস্থাতুমি নিজেই নিজেকে শেষ করছো? তারপরও কেন তুমি বার বার আমায় দোষারোপ করো অনিক...তোমার অবজ্ঞা, অবহেলা আমাকে করতে বাধ্য করেছে...আমায় মুক্তি দাও অনিক...নো সুইটহার্ট... তোমার মুক্তি নেই...তোমায় আমি তিলে তিলে শেষ করবো...একটু একটু করে... ধীরে ধীরে...যাও এখান থেকে...যাও...এভাবেই কেটে যাচ্ছে বিখ্যাত লেখিকা সানজানা রহমানের জীবন।কত ডাক্তার দেখিয়েছি কত ঔষুধ খেয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে সে।যেন একটু একটু করে কেউ তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। সানজানা জানে না এটা কি হ্যালুসিনেশন?নাকি তার কল্পনা? নাকি অশরীরীর ছায়া?কিছুই জানে না সে... শুধু জানে তার জীবন এখন শুধুই এক মরীচিকা।
খুব ভালো