আমৃত্যু এক স্বভাব নিয়ে, ধরায় আসে মানুষ,,ইচ্ছে আকাশে উড়ায় ঘুড়ি, উড়ায় রঙিন ফানুস।জীবন বেলার নানান সময়, নানান রুপের তরে, থাকবে যে তার একটি মানুষ, সমস্ত আবদারে।শিশু বেলার অবুঝ আবদার, ধুলায় গড়াগড়ি,, যাব মেলায় আনব কিনে, পুতুল, ঘোড়া, গাড়ি। কিশোর বেলার আবদার যেন, শিকল বাধন হারা আবদার শুধু খুলে দাও পা, হবো ছন্নছাড়া।
0 Comments