ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ-১)কবিতা- ১*তুমি হেসো না* ♡তুমি হেসো নাঅমন মন জ্বালানো হাসি;তুমি ভেবো নাআমিও তোমার মতো সুখী,তুমি হেসো না অমন মন জ্বালানো হাসি;আমার ভাল্লাগে নাতাই দূরে দূরে থাকি।তুমি হেসো না অমন মন জ্বালানো হাসি;আমার আকাশ কালো হয়ে যায়মেঘ জমে শুধু রাশি রাশি,আমার মন-জানালায় একা থাকিভেবো না হিংসের দহন,ভালোবাসিআমি একা থাকতেই ভালোবাসি। ♡কবিতা-২*এক চিমটি ভালোবাসা চাই* ♡আমি এক চিমটি ভালোবাসা চাই-জলের মতো সরল,জোছনার মতো নরম,নুনের মতো স্বাদ,শাপলার মতো উঁচু,আকাশের মতো অগাধ,মিষ্টি ঢালা প্রভাত।আমি এক চিমটি ভালোবাসা চাই-জীবনের মতো বোধ,দুঃখ-কষ্ট শোধ,মিষ্টি সকাল রোদ,জোছনা ভরা রাত,সন্ধ্যাতারার আলো,সাদা কিংবা কালো।আমি এক চিমটি ভালোবাসা চাই-ফড়িং নাচন গোলাপ,মন পাগলের হাওয়া,পাখি ফেরা গোধূলী,পদ্মবিলে যাওয়া,নিত্য রোজের বাঁক,ঝিঁঝিঁ ডাকের রাত।আমি এক চিমটি ভালোবাসা চাই-বাড়িয়ে দেয়া হাত,বাঁকা চাঁদের রাত,অভিমানী চোখ,হৃদয় একটু কাঁপুক,শেওলা পিচ্ছিল ঘাট,হাতের উপর হাত। ♡কবিতা- ৩*ভালোবাসার লেনদেন* ♡তোমাকে-শিশির ভেজা ভোরের লগনেউদীয়মান নরম সূর্য এনে দেবো,পূর্ণিমার মধ্যাহ্নেরূপালি থালার মতোপূর্ণ চাঁদ এনে দেবো।তোমাকে-নীল গগনের হৃদয় ছুঁয়েমিটিমিটি অগণিত তারা এনে দেবো,বসন্তের দ্বার হ\'তেশত ডালি পূর্ণ করেসজীব ফুল এনে দেবো,পাহাড়ের গায় লেগে থাকামেঘের হৃদয় এনে দেবো।তোমাকে-তপ্ত রৌদ্র করোটিতেশ্যামলিমার প্রশান্ত ছায়া এনে দেবো,বাদ্লা দিনে সবুজের হৃদয় ছোঁয়া আকাশ দেখাবো।তোমাকে-সুনীল গগন হ\'তেউড়ন্ত-মুক্ত বলাকার সুখ এনে দেবো,ছোট্ট শান্ত ঢেউয়ের বুকে জড়িয়ে থাকাজোছনার পরশ এনে দেবো।তোমার দুঃখ অবসানের জন্যসব ঈশ্বরের আশীর্বাদ এনে দেবোতুমি শুধু আমাকেভালোবাসা দিও। ♡কবিতা- ৪*একটি গোলাপের গল্প* ♡তোমার দেয়া গোলাপ-আমার সম্পদসুখজীবন।তোমার সুখময় নিঃশ্বাস,ছিঁড়তে গিয়ে হাতের ছোঁয়ায়-কাঁটায় লেগে থাকা ভালোবাসার রক্তবিন্দু;এই গোলাপে,স্মৃতির শ্রেষ্ঠ ডায়েরীসুখময় মুহূর্তের প্লাবনআমার স্বপ্ন;এই গোলাপে।হৃদয়ের অন্দর মহলেখুব যতনেতোমার দেয়া গোলাপসংরক্ষিত ভালোবাসার উত্তাপে।এ\' আমারকাঙ্খিত সোনালী ফসল,সুখের সবুজ মাঠআজন্ম বুনব তোমার জন্যে। ♡কবিতা- ৫*ভালোবাসর খোঁজ* ♡আমি জানি না-তোমার মনের অলিন্দকয়টি খোলা আছে,আমি জানি না-তোমার মন আকাশেকয়টি প্রজাপতি,আমি জানি না-তোমার মন বাগানেকী ফুল ফোটে,আমি জানি না-তোমার হৃদয় মাঝেকেমনে হৃদয় রাখি। ♡কবিতা- ৬*মাতাল হাওয়া* ♡তোমার ঐ কপোল কোণেকালো তিলের ছায়া,আমি বিভোর তোমার সনেবাড়ছে কেবল মায়া।কপোল তিলে ভালো লাগাভালোবাসা আরজোছনা আলোয় জেগে থাকাউপায় নেই ফেরার।তোমার প্রতি আমি এখনবড্ড মাতাল হাওয়া,তুমি যদি বাসো ভালোহবে পরম পাওয়া। ♡কবিতা- ৭*প্রেমের চাতক* ♡প্রিয়তমাতোমায় ছাড়া-আমি একলা আকাশ,একাকি চাঁদ,একলা শুকতারা।প্রিয়তমাতোমায় ছাড়া-আমি একলা শালিক,একাকি রোদ,চাতক দিশেহারা! ♡কবিতা- ৮*ভালোবাসা* ♡ ভালোবাসা একটি ফুলদুইটি মনের মাঝে,ফুটতে গিয়ে মরে লাজেদোলায় চড়ার আগে।ভালোবাসা কথা বলেদুইটি মনের ছন্দে,একই পথে একলা চলেগোলাপ ফুলের গন্ধে।ভালোবাসা মিষ্টি মধুরকৃষ্ণের বাঁশির সুরে,কাটে সময় ঘোরের ভেতরদু\'টি হাত ধরে। ♡কবিতা- ৯ ♡*ভালোবাসার ডাক*আর ডেকো নাপ্রিয়া তুমিআমার নামটি ধরে,আর হেসো নাদুষ্টু মিষ্টিমনটা কেমন করে!তোমার ডাকেসাড়া দিলেবাকুম বাকুম করে-এসেই যাবোএক পলকেতোমার হৃদয় দোরে। ♡কবিতা- ১০*এক সমুদ্র জল* ♡কথা থাকে মনের ভেতরচোখের ভেতর ভাষা,হয় না বলা কোন কথামনের ভেতর ঠাসা।হাজার কথা সাজাই মনেমনের কোলাহল,তোমার কাছে এলেই প্রিয়াএক সমুদ্র জল।সাঁতার জানা মানুষ আমিহই যে দিশেহারা,আমার মনে তোমার মনটিআজীবন ধরা। ♡♡♡
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ-১)
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ-১)
0 Comments