ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৩)কবিতা- ১*সুখবোধ* ♡আমার বাড়ির আঙিনায় দুঃখরা হাসেগোলাপবাগ তছনছ করেশান্ত বিকেলগুলো ম্লান করে দেয়একা থাকার মুহূর্তগুলোকে করে এলোমেলোকাছের জন সুদূরে লীন হয়আকাশের তারারাসব স্তব্ধচাঁদের আলোয় আর সুখ পাই নাজোনাকীরা দুঃখকে সর্বক্ষণ খুঁজে ফিরেপদ্মবিলে পদ্ম পাতায় ডাহুকের হাঁটা বন্ধপৃথিবীর সকল কিছু হয় অর্থহীনতবুও প্রিয়জনের সাথে সুখবিলাসআমি দুঃখের অমানিশায় একজন সুখী মানুষ! ♡কবিতা- ২*প্রিয়তমা* ♡প্রিয়তমা, তুমিতো বেশ আকাশ দেখতেআকাশ তোমার শখ,মনের ভেতর ছবি আঁকতেজোছনায় ঝকমক!প্রিয়তমা,তুমিতো বেশ ছবি আঁকতেরঙধনুর রঙে,গহীন গাঙে মেলেছো চোখআমার চোখের সঙ্গে!তোমার চোখে ভালোবাসাএক আসমান তারা,চাঁদনি রাতে নীল জোছনাভীষণ পাগল-পারা,তোমার চোখে রঙধনুটাসাত আসমানের গানপ্রজাপতির পাখনায় যেনবেঁচে থাকার প্রাণ।প্রিয়তমা,তোমার চোখে আমি এখনখুঁজি-ফিরি সব,তুমি-আমি সুখ পাখিটা ভোরের কলরব! ♡কবিতা- ৩*ভালোবাসার গল্প* ♡একটা গল্প বলি ভালোবাসার গল্পমন দিয়ে শোনেনবলবো অনেক মনে হবে অল্প!কৃষ্ণ ভালোবাসতো রাধাকেরাধাও কিন্তু কম নয়ইন্দুবালা কৃষ্ণ প্রেমে মশগুলরাধা চলে আর ঢলে কৃষ্ণের প্রেমের জালে।ইন্দুবালা মনের টানে কৃষ্ণের প্রেমে জ্বলেরাধাবিবি কৃষ্ণের প্রেমে চাতক পাখি আরবান্ধবীকে প্রেমের কথা বলে,প্রেম পাখি রাধা-কৃষ্ণ প্রেমে হাবুডুবুইন্দুবালা চাঁদনী হয়েকৃষ্ণ প্রেমে গলে। ♡কবিতা- ৪*তুমি আমার* ♡তুমি আমার স্বপ্নপাখিতুমি আমার হিয়া,তুমি আমার দুইটি আঁখিতুমি লাইলী প্রিয়া।তুমি আমার আনারকলিতুমি রাধা হও,তুমি আমার দোয়েল পাখিভোরের হাওয়া বও।তুমি আমার রজকিনীতুমি আমার সুর,তুমি আমার চাঁদ-রজনীশান্ত সকাল ভোর। ♡কবিতা- ৫*প্রিয়তমা, তোমাকে দেখার পর* ♡প্রিয়তমা, তোমাকে দেখার পর-আমার মনের আকাশ রঙিন হয়ে গেছেমন-বাগানে খেলা করে বসন্তের এলো হাওয়াপৃথিবীর সকল ফুল খুবই আপন আমার কাছেমনে হয় সকল গান দোয়েল পাখির গাওয়া।প্রিয়তমা, তোমাকে দেখার পর-পূর্ণিমার রাত চাঁদের আলোয় ছাওয়াসকাল-দুপুর-বিকেল কিংবা অন্য সকল বেলাতোমার মনের গহীন বনে চুপি চুপি যাওয়াতুমি প্রিয়া মেঘ ডেকো না, হবে শুধু মনকে নিয়ে খেলা।প্রিয়তমা, তোমাকে দেখার পর-মনের উঠোন অগোছালো শিউলি ফুলের মেলাহৃদয় বাগান সেজেছে আজ লক্ষ গোলাপ এসেপাখির ডানা ফিরছে ঘরে এখন গোধূলী বেলামনের আকাশ ওঠছে হেসে মেঘের কোলে ভেসে।প্রিয়তমা, তোমাকে দেখার পর-আমার সময় আমার কাছে তোমায় শুধু দেখারঙধনুর সাত রঙে তাই আমার স্বপ্ন বোনাতুমি আছো আমার পাশে নইকো আমি একাসকল সময় হচ্ছে আমার ভ্রমর-গান শোনাক্ষণে ক্ষণে প্রজাপতি দিচ্ছে আমায় দেখা।প্রিয়তমা, তোমাকে দেখার পর-বেঁধেছি আমার ঘর মনের ভেতরভ্রমর গানের সুরে,রাতের আকাশ তারায় ঢাকা তারার ভেতরতুমি থেকো আমার মনে এমনি করেআমি না-হয় ভেবেই যাবো পুরো জীবনভর। ♡কবিতা- ৬*দুঃখ* ♡ গোলাপ দিলাম,আকাশ দিলাম,জোছনা ভরা চাঁদ দিলাম-প্রিয়তমার অবজ্ঞা পেলাম।প্রিয়া গোলাপ ছোঁয়নি,তাকিয়ে আকাশ দেখেনি,জোছনায় অবগাহন করেনি-বুঝেনি ভালোবাসার দাম।ভালোবাসা ওর কাছে আসেনিএসেছে শুধুই একখান নীলখাম। ♡কবিতা- ৭*তোমার দেখা না পেলেই* ♡তোমার দেখা না পেলেই-কষ্টগুলো মিছিল করেবুকের পাঁজরে হাঁটে;আঘাতে আঘাতে আমি নীল হয়ে যাই।তোমার দেখা না পেলেই-চোখ দুটো উৎকন্ঠায়ভীষণ অধীর হয়ে ওঠে;পথ হারিয়ে আমি একা হয়ে যাই।তোমার দেখা না পেলেই-কষ্টগুলো উচ্চমানের পুষ্টি পেয়ে যায়;কষ্টের সংখ্যা দ্রুত বাড়তে থাকেআমার উচ্ছ্বাস ব্যথার ছোঁবলে চুষে নেয়।তোমার দেখা না পেলেই-গোধূলীর প্রাণকাড়া পাখির কলকাকলি,শুভ্র মেঘে মেঘে শরতের খেলা,ভালোবাসার চঞ্চলতায় ফাগুনের ছবি,জোড়া-শালিকের ঠোঁট ছোঁয়া মুহূর্ত,সবকিছুই অতি সাধারণ হয়ে যায়।তোমার দেখা না পেলেই-যুগ যুগ বেঁচে থাকার ইচ্ছের মৃত্যু হয়,মিছিলের কথা বেমালুম ভুলে যাই;ভুলে যাই নিজেকে নিজের অবহেলায়। ♡কবিতা- ৮*খুচরো সুখ* ♡প্রিয়তমা-যেদিন থেকে তুমিআমার খুব কাছের মানুষ হলেসেদিন থেকেই যাবতীয় খুচরো সুখ সঞ্চয় করছি।বলাতো যায় না-গগনের অনন্ত বুক থেকেশুভ্র মেঘ কখন উধাও হয়ে যায়,পাখিদের ধর্মঘটশুরু হতেইবা কতক্ষণপ্রেক্ষাপট সৃষ্টির কোন সীমাবদ্ধ ঋতু নেই।প্রিয়তমা-ইচ্ছে হয়হাজারটা চুমু খাই,তবু বাসনার বুকে আঘাত হেনেখুচরো সুখের সঞ্চয় বাক্স খুলেযা হয় কিছু রেখে দিই।সবইতো তোমার-আমারনিতান্ত একান্ত যদিও নয়তুমি এবং আমিইতো বিশ্বজগৎ,তুমি কি পারবে নাখুচরো সুখের সঞ্চয় বাক্সেতীব্রতার চরমসীমা লঙ্ঘন করে কিছু রাখতে? ♡কবিতা- ৯*যদি প্রতিশ্রুতি দাও* ♡আমি তোমাকে কতটুকু ভালোবাসিপূর্ণিমার চাঁদ তা জানে,প্রতিদিনকার দীর্ঘশ্বাস চাঁদের বুকে গেঁথেছিভালোবাসার পূণ্যস্নানে।তুমি যদি প্রতিশ্রুতি দাও;ভালোবাসবে,জীবনের পুরোটাই দেবো এবংএই আমাকে। ♡কবিতা- ১০*বৃষ্টি-ঝরা গান* ♡তুমি প্রিয়া রাত পোহালেইসোনাগলা রোদ,তুমি প্রিয়া হাত ছোঁয়াতেইস্বর্গ-নরক বোধ।তুমি প্রিয়া এক নিমিষেইপাগল করা টান,তুমি প্রিয়া এক পলকেইবৃষ্টি-ঝরা গান।তুমি প্রিয়া নিদ চোখেতেইস্বপ্নমাখা ধাঁধা,তুমি প্রিয়া হাত বাড়াতেইআমার একখান রাধা। ♡♡♡
0 Comments