ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৪)কবিতা- ১*শুধু তোমার হৃদয়* ♡তোমার বাড়িয়ে দেয়া হাত আমি স্পর্শ করিনি স্পর্শ করেছি শুধু তোমার হৃদয়, তোমার হাত ছুঁয়ে আমি আকাশ দেখিনি দেখেছি মহাকাল আর তোমার নয়ন যুগলখানি এভাবেই পেয়েছি ভালোবাসা আর তোমাকে বোধহয়। নয়ন সমুখে তুমি নেই জানি তুমি আছো আমার মনের আকাশে অঝোর রাশি জোছনাখানি মাখামাখি এভাবেই থেকো প্রিয়তমা কাছে এবং সহাসে। ♡কবিতা- ২*তোমার নামে* ♡তোমার নামে একটি গোলাপএকটি গোলাপ বাগ,তোমার নামে একটি আকাশ,একটি নরম চাঁদ,তোমার নামে একটি দিন,জোনাক জ্বলা সন্ধ্যা,তোমার নামে একটি মনফুল রজনীগন্ধ্যা,তোমার নামে এইতো আমিবাঁশি কিংবা সুরে,তোমার নামে দিলাম প্রিয়মনটি আপন করে। ♡কবিতা- ৩*একলা গানে* ♡বসন্ত এসেছিলডেকেছিলাম তোমায় প্রিয়তুমি ভুল বুঝেছিলে,বসন্ত আসে বসন্ত যায়বসন্তের রঙ বদলায়তুমি আছো যেমন ছিলে।তুমি আসোনিপা দিলে অন্য উঠোনে,আমি না-হয় রিক্ত হলামকিছু কষ্ট তোমার জন্যে,বিভোর ছিলামনেইকো এখনতুমি সুখীআমিও আমার ভুবন জুড়ে।জেনে রেখোআমিও পারিবসন্ত বাগানেএকলা গানে সুখী হতে। ♡কবিতা- ৪*রুমকি* ♡এই শান্ত সকালতোমায় দিলাম,তপ্ত দুপুরতোমায় দিলাম,স্নিগ্ধ বিকালতোমায় দিলাম,সন্ধ্যাতারাতোমায় দিলাম,শুভ্র চাঁদতোমায় দিলাম,উড়াল মেঘতোমায় দিলাম,বসন্ত গোলাপতোমায় দিলাম,সবুজ প্রান্ততোমায় দিলাম,ভালোবাসা তোমায় দিলাম,এই আমাকেতোমায় দিলাম,বলো এবার রুমকিআমায় দেবে কী! ♡কবিতা- ৫*তুমি ছাড়া একলা আমি* ♡প্রিয়তমা,তুমি এখন দূর আকাশের তারায়-দেখি না তোমায় দিন-আকাশেকিংবা মেঘের ছায়ায়।প্রিয়তমা,তুমি এখন ভালোবাসায় আর মায়ায়-দেখি না তোমায় মন-বাতাসেকিংবা দক্ষিণা হাওয়ায়।প্রিয়তমা,তুমি ছাড়া একলা আমিকেমনে বলো থাকি,তুমি ছিলে মেঘলা আকাশপাখি-ডাকা গোধূলি বেলা,সন্ধ্যাতারা- আকাশ জুড়ে বাতি। ♡কবিতা- ৬*তুমি ছাড়া জীবন আমার* ♡তুমি ছাড়া শূন্য আমারশূন্য আমার বাগান,তুমি ছাড়া প্রিয়া ওগোবেসুরো সব গান।তুমি ছাড়া জীবন আমারভীষণ এলোমেলো,তুমি ছাড়া এই জীবনেমুহূর্ত টলোমলো।তুমি ছাড়া গোলাপ আমারছাদ বাগানের ফুল;শুকনো মাটি রসহীন আরআশায় থাকা ব্যাকুল। ♡কবিতা- ৭*গভীর কষ্টের সৃষ্টি* ♡সাদা মেঘেইকালো মেঘের বাড়ি,হালকা ওড়ে সাদা সাদাভারী হলেই বৃষ্টি,হালকা দুঃখেইকষ্ট মেঘের ঘুড়ি,ওড়তে ওড়তে দুয়েকটাগভীর কষ্টের সৃষ্টি।তোমার মাঝেইমন দিয়েছি,হয়ে যাক-না ভালোবাসাপ্রিয়তমা, দোষ কী? ♡কবিতা- ৮*ভালোবাসা এবং* ♡সাত আসমানের তারায় থাকিআর তোমার মনে,মনের মধ্যে গোলাপ রাখিনিত্য সংগোপনে,তুমি চাইলে আনতে পারিমেঘের সোনা রঙ,আমি চাইলেই চাইতে পারিভালোবাসা এবং-এক চিলতে হাসির বারান্দাএক চিলতে সুখ,গোলাপ বাগের স্নিগ্ধ সুবাসঅথবা বৃষ্টি নামুক। ♡কবিতা- ৯*তুমি আর আমি* ♡আমার শোকে চাঁদ বিবাগীকাঁন্দে সন্ধ্যা তারা।।রাতের আকাশ একলা থাকেনিঝুম থাকে রাতএকলা আমি একলা থাকিকাঁন্দে অমাবস্যার চাঁদ।তুমি বন্ধু দূর বাসিনীথাকো বহুদূরেমন যে আমার ব্যাকুল থাকেআমি পাগলপারা।আমার শোকে চাঁদ বিবাগীকাঁন্দে সন্ধ্যা তারা।।তুমি বন্ধু কেমন আছোএকটু দাওগো সাড়া-বলবে শুধু ভালো আছিআরতো কিছুই চাই না।আমার শোকে চাঁদ বিবাগীকাঁন্দে সন্ধ্যা তারা।। ♡কবিতা- ১০*কষ্টের রঙ* ♡কষ্টের রঙ কেমন হয় আজও জানা হয়নিধূসর? পাংশু? নাকি ময়ুর কন্ঠের নীল,হবে হয়তো একটা,নয়তো এমন হবে কেন?তোমাকে না দেখতে পাবার মুহূর্তগুলোয় কেমন পাংশুবর্ণ হয়ে যাই, আবারসন্মুখে থাকা সবুজভূমি কেবলই ধূসর মনে হয়কখনওবা বিশাল সমুদ্র জুড়ে নীল অথচতৃষ্ণায় কষ্টের প্রহর শুধুই দীর্ঘ হয় কখনও তৃষ্ণা মেটেনিকষ্টের রঙ কেমন হয় আজও জানা হয়নি। ♡♡♡
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৪)
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৪)
0 Comments