ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৫)কবিতা- ১*তুমিহীনা* ♡তুমিহীনা পৃথিবী আমারঅমাবস্যার আঁধার,তুমিহীনা সবকিছুই আবারদুঃখে একাকার!তুমিহীনা সময় আমারকষ্টের সরোবর,তুমিহীনা হৃদয় আমারবিষন্নের নীল সাগর!তুমিহীনা গোধূলী এখনঅচেনা এক শহর,তুমিহীনা এই মনগুণছে কষ্টের প্রহর! ♡কবিতা- ২*তোমার দেয়া দুঃখগুলো* ♡আমার দুঃখে আকাশ কান্দেঅবাক চাতক পাখি,তুমি প্রিয়া এড়িয়ে গেলেদুঃখেই যেন থাকি।আমি কিন্তু দুঃখে নেইসুখেই আছি প্রিয়া,তোমার দেয়া দুঃখগুলোবুকের ভেতর নিয়া;ভাবের সাথে অনুভবেদুঃখ পুষি সুখে,তুমি নেইতো হয়েছে কীকান্না নেইতো বুকে।দুঃখ আর কান্না এখনআকাশ মেঘে রাখে,তাইতো সখি এক আকাশেসবাই বেঁচে থাকে। ♡কবিতা- ৩*তোমাকে না-পাবার সুখ* ♡প্রতিটি ভোর হোক...তোমাকে দেখার মতো,প্রতিটি ভোর হোক...স্বচ্ছ আকাশের মতো,প্রতিটি ভোর হোক...সবুজের প্রান্ত-ছোঁয়া দিগন্ত,প্রতিটি ভোর হোক...তোমাকে না-পাবার সুখ,প্রতিটি ভোর হোক...তোমাকে দেখতে কেমন ছিলাম উন্মুখ! ♡কবিতা- ৪*জন্ম থেকে মৃত্যু অবধি* ♡পার্থসারথি পার্থসারথিতুমি বাজাও বাঁশি,এসো এসো কদম তলেবসি পাশাপাশি।পার্থসারথি পার্থসারথিতুমি বাজাও বাঁশি,আপন খেয়ালে নিরবধিভালোবাসায় বাঁচি।পার্থসারথি পার্থসারথিতুমি বাজাও বাঁশি,জন্ম থেকে মৃত্যু অবধিঝরুক দুঃখ বারি;ক্ষয়ে যাক ধুয়ে যাকমনের সব আঁধার,মুছে যাক ফিরে যাকদুঃখ সব বাঁধার।পার্থসারথি পার্থসারথিতুমি বাজাও বাঁশি,দুঃখ ফেলে কষ্ট ফেলেসুখে, সুখে বাঁচি। ♡কবিতা- ৫*এমনই হয়* ♡দু\'জনার দেখা নেইকথা হয় না বহুকালতবুও প্রেম জ্বলজ্বল করে রাতের তারার মতোদু\'জনার মন যেন পুরো একটা আকাশ।দীঘির স্বচ্ছ জলেপ্রতিচ্ছবি খেলা করেস্পষ্ট থেকে স্পষ্টতর;মনে হয় কত চেনা, কত আপনঅথচ কারো স্পর্শে কেউ নয়,একজন জলে অন্যজন স্থলে-ছুঁয়ে আছে গভীর মমতায়নিঃশ্বাসে নিঃশ্বাসে দু\'জনার কথা হয়অথচ দূরত্ব মহাকালপ্রেম এমনই হয়! ♡কবিতা- ৬*এমনই হোক ঈশ্বর-ভজনা তুমিবিহীন* ♡প্রিয়তমা-আমার নিশিদিন এক হয়ে যায়শুধু তোমার ভাবনায়,আমি একাকার শুধু তোমার ভাবনায় লীনআমার গোধূলী পাখি উড়াহীন;তোমায় রেখে ঈশ্বর ভজলেঈশ্বরের দেখা পেতামযার দেখা কেউ পায়নি কোনদিনএমনই হোক ঈশ্বর-ভজনা তুমিবিহীন! ♡কবিতা- ৭*শুনতে পাচ্ছো?* ♡আলতো করে কান পাতোঠিক আমার বুকের মধ্যিখানেহ্যাঁ, ঠিক এইখানে-যেখানে বসত করে আমার মনপাখিডাকে তোমায় দিবানিশিতোমার নামে ঘুমকাতুরে।শুনতে পাচ্ছো?এইতো এখনইশতনামে ডেকেছে তোমায়মন ব্যাকুল করা ডাক,শুনতে পাচ্ছো?ডাকে এই ডাক প্রতিদিনইভোর সকালের ঘুম ভাঙানোর সুরতবুও হয় না কখনও প্রভাত।হে প্রিয়তমা,এই বুকের মধ্যেমনপাখির ডাকে-সকাল গড়িয়ে বিকেল হয়বিকেল আবার গভীর রাতে,এই ডাক ছুঁয়েছে আকাশপদ্মবিলে ফোটে থাকা পদ্মদলঝিঁঝিঁ পোকার ডাকশান্ত দুপুরের ঘুঘু পাখির মনস্পর্শ করেনি শুধু তোমাকে। ♡কবিতা- ৮*স্পর্শ করেছি শুধু তোমার হৃদয়* ♡তোমার বাড়িয়ে দেয়া হাতআমি স্পর্শ করিনিস্পর্শ করেছি শুধু তোমার হৃদয়,তোমার হাত ছুঁয়ে আমি আকাশ দেখিনিদেখেছি মহাকাল আর তোমার নয়ন যুগলখানিএভাবেই পেয়েছি ভালোবাসা আর তোমাকে বোধহয়।নয়ন সমুখে তুমি নেই জানিতুমি আছো আমার মনের আকাশেঅঝোর রাশি জোছনাখানি মাখামাখিএভাবেই থেকো প্রিয়তমা কাছে এবং সহাসে। ♡কবিতা- ৯*সবই তোমার জন্য প্রিয়তমা* ♡শরতের মনকাড়া আকাশবর্ষার কদমতলা,বাগানে বাগানে গোলাপ বাতাসবৃষ্টিতে পথ চলা।গোধূলীর হেলে পড়া আকাশেপাখির ডানায় সুখ,ভালোবেসে কাছে এসেনা-বলা ধুকপুক;সবই তোমার জন্য প্রিয়তমা-তুমি কাছে এসেহাতে হাত রেখেযদি বলো ভালোবাসিতবেই আমার গোলাপবাগ ফুটবেএর জন্যে জেগে থাকা! ♡কবিতা- ১০*প্রিয়তমা, জিজ্ঞাসি তোমারে*আমি জেনেছি চাঁদের কাছেআরও বলেছে রোজকার সূর্যটাওরা যেমন ছিল তেমনই আছে,প্রিয়তমা, জিজ্ঞাসি তোমারেফোটে কি গোলাপ? উতলা হয় মন তোমার?তুমি আর তোমার মনটা এখন কেমন আছে?একই আছে?চাঁদের মতো অথবা সূর্যের মতো,নাকি বদলে ফেলেছোযা ছিল সব আগের। ♡♡♡
0 Comments