ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৬)কবিতা- ১*তুমিহীনা দিন যে আমার* ♡তুমিহীনা সময় আমারবড়ই পানশে লাগে,আন্ধার রাতে অসময়ে আরঅসময় বিরহ জাগে!তুমিহীনা দিন যে আমারসূর্য ছাড়া আকাশ,মহাকাশ আর জলমহালপানির ভিতরে বাতাস।তুমিহীনা সকালসন্ধ্যাশুধুই হাহাকার মন,গোলাপ কিংবা রজনীগন্ধ্যাতবুও মন উচাটন।তুমি নেই কিছুই নেইনেই রাত্রি কিংবা দিন,পানশে ভাবটা সবকিছুতেইরাজা মুকুটহীন।তুমি থাকলে বুক পকেটেমহাবিশ্ব আমার,অমাবস্যায় চাঁদ জাগবেআকাশ ভরা তারার। ♡কবিতা- ২*তবু তুমি মনে রেখো* ♡তোমার জন্য স্নিগ্ধ সকাল আরবকুল ঝরা প্রভাত এনে দিলাম-কাছে আসো বা না আসোতুমি খুশী থেকো ভালো থেকো।তোমার জন্য ঘুঘু পাখির শান্ত দুপুরপদ্ম ভরা উদাস পুকুর মনে রেখোকদম ফোটা বৃষ্টি থাকবে টাপুর-টুপুর আরআকাশ জুড়ে স্বপ্ন এঁকোকাছে আসো বা না আসোতুমি খুশী থেকো ভালো থেকো।তোমার নামে ছন্দে হাঁটা ডাহুক পাখিপেখম মেলা ময়ুর পাখির নীলাভ আঁখিতবু তুমি মনে রেখো-ভালোবেসেছিলাম তোমায় কাছে আসো বা না আসোতুমি খুশী থেকো ভালো থেকো। ♡কবিতা- ৩*তোমার ভেতর আমি আছে* ♡ভুলটা কী আমারনাকি তোমার থেকে,ইচ্ছে হয় উল্টে দেখিভালোবাসার মলাট ঘেটে।ঠিকইতো আছেগোলাপ ফুটেছে গোলাপবাগেপূর্ণিমায় চাঁদ আছেতবুও মনের ভেতর দ্বিধা জাগে!আমি নাকি তুমি কাছেজানি তোমার ভেতর আমি আছে। ♡কবিতা- ৪*ভালোবাসা ভালো র\'বে* ♡পৃথিবীটা ভালো থাকুকআর মানুষেরা হোক যত্নশীল-একে অপরকে ভাববে, ভালোবাসবে আরপৃথিবী জুড়ে ফুটে ওঠুকগোলাপ, রজনীগন্ধ্যা আর কাশফুলকোন ফুলই ছোঁব না আমরা-সুবাস নেবো, বিমোহিত হবো রজনীগন্ধ্যার রূপেকাশবনে তুমি, আমি, আমরাস্নিগ্ধ নয়নে নিঃশ্বাস নেবোযেন তোমার ছোঁয়া সবখানে-ভালোবাসা, ভালোবাসা চাঁদের সরবে হাসবেএক ফাঁকে তুমিও ভালোবাসবে।তোমার আমার ভালোবাসায়কষ্টের বাগান নষ্ট হবে ধ্বংস হবেনষ্টরাসব মিশবে ধূলায়ভালোবাসা ভালো র\'বে। ♡কবিতা- ৫*একটিই শুধু নাম* ♡আমার ভালোবাসার উঠান জুড়েএকটিই শুধু নাম-তুমি, তুমি, তুমি;তুমিই ইন্দুবালা,তাইতো ডাকি সকাল, দুপুর আর ভোরেভালোবাসার মানুষটাকেইচ্ছে হয় বুকের ভেতর যতনে রাখিজুড়াই মনের জ্বালা! ♡কবিতা- ৬*তুমি কী সেই?* ♡আমার চোখের আকাশ জোছনাহীন রাতবেদনা আমার নীলচে কালো,মুহূর্তগুলো থমকে আছে রাতের আঁধারেফুরোয় না সময়দেখি না বহুকাল সুস্নিগ্ধ প্রভাতের আলো।তুমি কী সেই?প্রহর গুণি যার জন্যসুনীল আকাশ বেদনাবিদূর মুহূর্তেইমুহূর্তেই চৌচির আকাশের বুকখানাবেদনায় ব্যথাতুর হই অবিরাম,আমি একলা বিষন্ন প্রভাতেইফোটে না ফুল, ঝরে না বকুল; রিক্ত অরণ্যতুমি ভালো থেকোসকল ভালোবাসা তোমার নামেই ছড়িয়ে দিলাম।আমি না-হয় একলা হাঁটবোডাহুক পাখির ছানা হয়েঅনাদরে পড়ে থাকা পরিত্যক্ত ডোবায়,তুমি থেকো ভালো থেকোআকাশের বুকে চাঁদ না-হয় তারা হয়েআর জোনাক থাকবে থোঁকায় থোঁকায়। ♡কবিতা- ৭*যদি ভালোবেসে কাছে এসো* ♡তুমি যদি ভালোবাসোতোমার নামে এক সমুদ্র মিষ্টি জল,যদি ভালোবেসে কাছে এসোবৃষ্টি হবো তুমুল বৃষ্টি...ঢল!তুমি যদি ভালোবাসোতোমার নামে এক আকাশ জোছনা,চাঁদ হবো আকাশ বুকেএকবার ডেকেই দেখো না!তুমি যদি ভালোবাসোযদি ভালোবেসে কাছে এসোবুকের ভেতর রাখবো পুষেভুলবো না...কখনও না, প্রিয়তমা। ♡কবিতা- ৮*আমি একলা একা* ♡প্রিয়তমা, জনমের জীবন গেল তোমায় ভালোবেসেতুমি কি জানো না?মেঘ নেই, চাঁদ নেই আমার বুকের আকাশেআমি একলা একা নেই জোছনা-পূর্ণিমার আকাশ জুড়ে রূপালি আলোর জোছনাঅথচ পড়ে আছি এই আমি...অপেক্ষা... নিরন্তর অপেক্ষা...তুমি জেনেও কিছু জানো না!আমার দীর্ঘশ্বাসগুলো বিনিসূতোয় জুড়ে দিলেআকাশে তারার মেলা বসবেতুমি এলে বা না এলে...তারার আলো জ্বলবে...নিরন্তর জ্বলবে...! ♡কবিতা- ৯*তুমি আসবে* ♡আমি জানতাম, তুমি আসবে-বাতাস বলে গেল কানে কানেপ্রজাপতি বাতাসে পাখনা মেলে বলে গেলতুমি আসবে।আমি জানতাম, তুমি আসবে-গোধূলীর বাড়ি ফেরা পাখির গানে শুনলামজোছনার আলোয় তারার ঝিকিমিকি, বুঝলাম-তুমি আসবে। ♡কবিতা- ১০*আকাশ জুড়ে মেঘলা বাতাস* ♡আমার আকাশ জুড়ে মেঘলা বাতাসদক্ষিণা হাওয়ায় চলি কেমনে,মন আমার হইলো উদাসকেমনে চলি তোমার মন-উঠানে।এই মন জুড়ে তুমি আছোসারা হৃদয় জুড়ে শুধু তুমিআমার গোলাপবাগে বাসা বেঁধেছোবাতাসে বাতাসে তোমায় চুমি। ♡♡♡
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৬)
ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৬)
0 Comments