
শ্রান্ত পাখির শেষ আকাশমিথিলা জান্নাত মিম পাখি যায় অজানায়, দূর নীল সীমানায় নদী জল মোহনায়, হারাবে সে সুমধুর যাতনায়....পাখি আজ শ্রান্ত, দিক বিভ্রান্ত মন বড় ক্লান্ত, দেহ ত্যাগ যেন শেষ বাসনায়।পাখি নয় আপন, কারো আঁখির স্বপন নিশি রাত যাপন, যেন এক যোদ্ধা অসহায়....পাখি রয় মৌন, হয়ে জরাজীর্ণ স্বর সংকীর্ণ, সে যে এক পথহারা নিরুপায়।
0 Comments