
কে এলো ভাই বসুন্ধরায়? শুভ্র বকের ডানায় বসে,আকাশ পুরীর প্রান্ত দেশে!!ভাদ্র মাসের রোদ্র ঝিলিক, আশ্বিন মাসে মেঘের হিরিক!! শিশির ভেজা ভোরবেলাতে,মিষ্টি হাওয়ায় প্রাণ দোলাতেতুলা রঙা মেঘের দলে, মন ছুটে যায় শিউলি তলে.. কে এলো ভাই বসুন্ধরায়? চাঁদের হাসি বাধ ভেঙে যায়...
0 Comments