

পৃথিবীতে মানুষের বড্ড অভাব,সবাই দেখায় স্বার্থের প্রভাব।মানুষ হয়ে জন্ম নেওয়া সহজ, মানুষ হওয়া বড্ড কঠিন!মানুষ হয়ে জন্মগ্রহণ করেও মানুষ, মানুষ নয়—মানুষ কে \'মানুষ\'হতে হয়।মানুষ কে মানুষ হতে গেলে,মোমবাতির মতো আলো দিতে হবে। কয়লার মতো পুড়ে ছাই হতে হবে।মানুষ হতে হবে দুধের মতো স্বচ্ছ,গঙ্গার জলের মতো পবিত্র।দেহ বাহিরে নক্ষত্রের মতো গরম,মন ভিতরে দুর্বা ঘাসের মতো নরম।
0 Comments